আন্তর্জাতিক কোলকাতা চ্যাপ্টার পরিবেশ সংগঠন সংবাদ

ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় ভূমিকম্প

বৃহস্পতিবার রাতে ভূমিকম্প হয়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায়। কম্পনের তীব্রতা মাঝারি হলেও লোকজন আতঙ্কিত হয়ে ভয়ে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায় ।

স্থানীয় সময় রাত ১১টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের উত্‍‌সস্থল ছিল হরিয়ানার গুরুগ্রামের ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, রাজস্থানের আলওয়ারে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৫ কিলোমিটার গভীরে।

দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে। লোকজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তবে গভীর রাত পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্পবিষয়ক কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইটে এখনও ভূমিকম্পের উল্লেখ নেই। তবে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রসার ভারতী এক ট্যুইটবার্তায় ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেছে।

Related posts

গ্রিস সীমান্তে ১৯ জনের মৃত্যু, খোঁজ মিলছে না অনেক বাংলাদেশির

razzak

২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৮ হাজার ৯২৪ জনের প্রানহাণী

razzak

চীনের একটি শহরে রেস্তোরাঁ ধসে নিহত ৮, নিখোঁজ ৯

Irani Biswash

Leave a Comment

Translate »