নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য তুষারঝড়ে বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউইয়র্কে বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
সেখানে তুষারের স্তর জমেছে প্রায় ৪০ ইঞ্চি। যা ২০১৭ সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেটিকাটসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
তীব্র তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারঝড়ের কারণে, ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও।