আন্তর্জাতিক এই মাত্র জনদুর্ভোগ জীবনধারা পরিবেশ ব্রেকিং যুক্তরাষ্ট্র সংগঠন সংবাদ

তুষার শুভ্র চাদরে ঢাকা নিউইয়র্ক : বিপর্যস্ত জনজীবন

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য তুষারঝড়ে বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউইয়র্কে বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

সেখানে তুষারের স্তর জমেছে প্রায় ৪০ ইঞ্চি। যা ২০১৭ সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেটিকাটসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

তীব্র তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারঝড়ের কারণে, ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও।

 

Related posts

সরকার গোপালগঞ্জে ভ্যাকসিন কারখানা স্থাপন করতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

Irani Biswash

দুধ দিচ্ছে ১৫ দিনের বাছুর!

razzak

জ্বালানি পাচার রোধে অনিচ্ছা সত্ত্বেও মূল্য পুনঃনির্ধারণ

razzak

Leave a Comment

Translate »