আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

কানাডায় বেসবল মাঠ খনন করার সময় প্রথম বিশ্বযুদ্ধের কামান উদ্ধার

কানাডায় উদ্ধার হল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটি জার্মান কামান। অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ শহরের একটি বেসবল মাঠে চলছে পাবলিক স্কুল তৈরির কাজ। সেখানেই খননকার্য চলার সময় কামা

১৯২২ সালে শহরে প্রথম বার আনা হয়েছিল এই কামান। তার পর সেটি রাখা হয়েছিল জেনারেল আমহার্স্ট হাই স্কুলে। ১৯৭১ সালে স্কুলটির নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হয়। তখন সেখান থেকে সরিয়ে সেন্টেনিয়াল পার্কে রাখা হয়েছিল জার্মান কামানটি। সেখানে মনুমেন্টের তলায় মাটির নীচে রাখা হয়েছিল সেটি। তার পর আর সেটির খোঁজ পাওয়া যায়নি। কার্যত এটির কথা সকলে ভুলেই গিয়েছিলেন।

এই কামান প্রথম বিশ্বযুদ্ধ আমলের। সেই সময়ের যে সব কামান এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তার মধ্যে খুব কমই অক্ষত রয়েছে। সে তুলনায় এই কামানের অবস্থা অনেক ভাল রয়েছে বলে জানিয়েছেন কিংসভিল মিলিটারি মিউজিয়ামের প্রাক্তন অপারেটর কেভিন ফক্স জানিয়েছেন,

Related posts

এক সপ্তাহে করোনার সব সূচকই নিম্নমুখী

razzak

ফোনে ৩০ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক নয় : ডা. প্রাণ গোপাল

razzak

স্বাস্থ্য অধিদফতরের ডিজি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

Irani Biswash

Leave a Comment

Translate »