এই মাত্র কোভিড ১৯ প্রিয় লেখক ব্রেকিং মু: মাহবুবুর রহমান স্বাস্থ্য

চীনের করোনা ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ দাবি

মু: মাহবুবুর রহমান 

জরুরি ব্যবহারে চীনের তৈরি করোনা ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝেং ঝংওয়ি। গতকাল (২১ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য জানায়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) কর্মকর্তা এবং ভ্যাকসিন উৎপাদন সংক্রান্ত ন্যাশনাল ওয়ার্কিং গ্রুপের প্রধান ঝেং ঝংওয়ি বলেন, ‘এখন পর্যন্ত জরুরি প্রয়োজনে চীনে প্রায় ১০ লাখ লোককে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে।’

যাদেরকে ভ্যাকসিন দেয়া হয়েছে তাদেরকে জানিয়ে এবং প্রাসঙ্গিক আইন-বিধি মেনেই এসব ভ্যাকসিন দেয়া হয় বলে জানান তিনি। ঝেং ঝংওয়ি বলেন, ‘এ ক্ষেত্রে সামান্য কয়েকটি বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া গেলেও, গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

ঝেং ঝংওয়ি আরো বলেন, ‘চীনা ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের মধ্যে ৬০ হাজারেরও বেশি লোক অন্যান্য দেশসহ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেছেন এবং এতেও তাদের গুরুতর কোনো সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।‘

গত আগস্ট মাসে চীনে সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি দেয়া হয়। গত ১৮ই নভেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ। আর এবার দেশটির বিশেষজ্ঞ ঝেং ঝংওয়িও দাবি করলেন চীনের তৈরি ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ।

সিনোভ্যাক বায়োটেক ছাড়াও, চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) ও চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) দুটি ভ্যাকসিনের পরীক্ষামূলক ডোজ চীনে হাজারো মানুষকে দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে চীনে গণহারে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

Related posts

মেহেদী হাসান মিরাজের বীরত্বে অবিশ্বাস্য নাটকীয়তায় ভারতকে হারাল বাংলাদেশ

Mims 24 : Powered by information

আর্থিক নীতির ক্ষেত্রে ইসলাম মেনেই চলব : এরদোয়ান

razzak

পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার কারণ জানা গেল

razzak

Leave a Comment

Translate »