এই মাত্র খেলাধুলা ব্রেকিং

৬৪৪ গোলের রেকর্ড : লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন পেলেকে

ভায়োদলিদের বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড করে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন ব্রাজিলীয় ক্লাব সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা ৬৪৩ গোলের রেকডর্কে ।

১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন বার্সাতেই। ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। এরপর বাকিটা তো ইতিহাসই!

মঙ্গলবার রাতে ভায়োদলিদের মাঠ থেকে ৩-০ গোলের সহজ জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় পঞ্চম অবস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

Related posts

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ৭ জেলেকে জীবিত উদ্ধার

razzak

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইডেনের আমন্ত্রণ

Mims 24 : Powered by information

ভ্যাকসিন নয় করোনা রুখবে অ্যান্টিবডি ড্রাগ

Irani Biswash

Leave a Comment

Translate »