২২ মিলিয়ন পাউন্ড বা দুই কোটি বিশ লাখ ডলার পরিশোধ করে প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের ক্যালিফোর্নিয়ার লস অলিভসে দি নেভারল্যান্ড র্যাঞ্চ নামের বাড়িটি কিনে নিযলেন তারই এক সাবেক বন্ধু রন বার্কলে।
ওয়াল স্ট্রিট জার্নাল সুত্রে প্রকাশ, প্রায় দুই হাজার সাতশ একর জমির ওপর বাড়িটি ২০১৫ সালে বিক্রির জন্য তালিকাভুক্ত করে দাম চাওয়া হয়েছিল ১০০ মিলিয়ন বা দশ কোটি ডলার। এরপর থেকে এর দাম ওঠানামা করছিলো। গত বছর সর্বনিম্ন ৩১ মিলিয়ন ডলারে তালিকাভুক্ত করা হয়।
প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ ডলারে বাড়িটি কিনেছিলেন ১৯৮৭ সালে। তিনি তিনি বাড়িটিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করেন যার মধ্যে একটি চিড়িয়াখানাও ছিলো।