হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তামিল সুপারস্টার রজনীকান্তকে। চারজন ক্রু সম্প্রতি ‘অন্নাঠি’ সিনেমায় শুটিং করার সময় করোনা আক্রান্ত হওয়ার পর এবার অসুস্থ হয়ে পড়েছেন এ সুপারস্টার।
২৫ ডিসেম্বর সকালে রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দ্রাবাদে গত ১০ দিন তিনি একটি সিনেমার শুটিং করছিলেন।করোনার কোনও উপসর্গ দেখা না দিলেও তার শরীরে রক্তচাপ গুরুতর পর্যায়ে হেরফের হতে থাকে।
তাই আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।