এই মাত্র জাতীয় বিনোদন ব্রেকিং

সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিনে স্মৃতিচারণামূলক বই প্রকাশিত

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন উপলক্ষে প্রথমা প্রকাশন কবির জীবনসঙ্গী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক রচিত ‘বাসিত জীবন: সৈয়দ হকের সঙ্গে শেষ দিনগুলো’ শীর্ষক স্মৃতিচারণামূলক বই প্রকাশ করছে।

এ ছাড়া প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করছে সৈয়দ শামসুল হকের প্রিয় ‘৫০ প্রেমের কবিতা’। চিত্র প্রকাশনী প্রকাশ করছে সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ ‘ভয় করলেই ভয়’।

কবিতা, গান, নাটক, গল্প-উপন্যাস, চলচ্চিত্রের চিত্রনাট্য রচনাসহ সাহিত্য ও শিল্পের বিচিত্র ভুবনে বিচরণ করেছেন ছয় দশক ধরে সব্যসাচী এই লেখক । সাহিত্যের সব শাখায় সাবলীল বিচরণই তাকে এনে দিয়েছে সব্যসাচী উপাধি।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর সৈয়দ শামসুল হক কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার জন্মদিন উপলক্ষে ঢাকায় এবং কুড়িগ্রামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Related posts

রাশিয়ার বোমা আতঙ্কে মসজিদে আশ্রয় শিশু-বৃদ্ধদের

razzak

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?

razzak

৩ দেশের ১০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

razzak

Leave a Comment

Translate »