কানাডায় প্রবেশকারী বিমান যাত্রীদের দেশটিতে আসার আগে কোভিড-১৯ নেগেটিভ প্রমাণপত্র সরবরাহ করতে হবে বলে এক ঘোষণায় জানিয়েছেন কানাডার ফেডারেল সরকার।
জনস্বাস্থ্যের ব্রিফিংয়ের সময় জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার সতর্ক করে বলেন, এ পদক্ষেপটি ফেডারেল সরকারের বাধ্যতামূলক ১৪ দিনের বৈধ কোয়ারেন্টিন প্রতিস্থাপন করবে না। তিনি আরো বলেন, এটি কোয়ারেন্টিনের বিকল্প নয়, এটি একটি অতিরিক্ত স্তর।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাস কানাডায় শনাক্ত হওয়ার পর থেকেই দেশটি আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য আরও কঠোর বিধি প্রয়োগে ফেডারেল সরকারের প্রতি আহবান জানিয়ে আসছেন কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে।