প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সাথে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা (ফাইল ছবি)
আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা।
গত ৩১ ডিসেম্বর বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান ও সচিব হিসেবে আছেন যথাক্রমে অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও দেলোয়ার হোসেন।