শেষকৃত্যে অংশ নিতে আসা লোকজনের উপর শ্মশানের ছাদ ভেঙে ১৮ জন নিহত হয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুরাদনগর শহরে । ধ্বংসস্তুপের নিচে আরও অনেক লাশ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধ্বংসাবশেষের ভিতরে প্রায় ৩০ জনকে পাওয়া গেছে, যাদের এমএমজি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় হতাহতদের দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ও ছাদ ধসের ঘটনায় মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।