হার্ট অ্যাটাক করায় গত শনিবার থেকে পশ্চিমবঙ্গের আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
ডান দিকে ধমনীতে একটি রিং বসানোর পর এ যাত্রায় বাড়ি ফেরার অনুমতি মিললেও হৃদ্রোগের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্নের জন্য কয়েক দিনের মধ্যেই সৌরভ গাঙ্গুলিকে আবার হাসপাতালে ফিরতে হবে।
সৌরভের চিকিৎসার জন্য গঠন করা মেডিক্যাল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল বলেছেন, ‘চিকিৎসার দ্বিতীয় ধাপে তাঁর বাঁ দিকের ধমনীতে আরও দু’টি রিং বসানো হবে। দেশ-বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌরভের অন্য দু’টি ধমনীতে ব্লক ধরা পরায় অ্যাঞ্জিওপ্লাস্টি করাতেই হবে; বাইপাস নয়।’
বেঙ্গালুরু থেকে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি কলকাতা গিয়ে সৌরভকে দেখার পর অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেয়া হবে। ধারণা করা হচ্ছে আগামী দুই সপ্তাহের ভেতরে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।