যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত জরুরি অবস্থা বলবত থাকবে বলে ঘোষনা দিয়েছেন মেয়র মুরিয়েল বাউজার। আগের এক ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শহরে কারফিউ জারি রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে উগ্র ট্রাম্প সমর্থকরা। বুধবার (৬ জানুয়ারি) বিকেল চারটার ঠিক আগে এই অচলাবস্থার সূচনা হয়। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাকে বিক্ষোভ নয়, ‘সন্ত্রাসী কার্যক্রম’ বলেছেন তিনি। প্রায় ২০০ বছর পর ক্যাপিটল ভবনে আক্রমণের ঘটনা ঘটল। এর আগে ১৮১২ সালে ব্রিটিশরা ভবনটির নির্মাণকাজ চলার সময় আগুন ধরিয়েছিল ভবনটিতে। তখন বৃষ্টির কারণে ভবনটি পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
সংঘর্ষে অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। প্রথমেই পুলিশের গুলিতে ওই সাবেক নারী সেনা সদস্য নিহত হন। পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরও তিনজনের মৃত্যু হয়।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টার পর ক্যপিটল হিলের বিক্ষোভ সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, হাউজ রুমে অধিবেশন চলাকালে কয়েজন জোরপূর্বক প্রবেশ করে। ওই দলটির সদস্য ছিলেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নারী। ওই দলটিকে সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা বাধা দেন এবং অফিসারদের একজনের গুলিতে ওই নারী মারা যান।
মিজ বাউজার জানান, নিহত হওয়া বাকি তিনজনের একজন নারী ও দুই জন পুরুষ। এছাড়া মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।