মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি তার উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিলেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বলে বর্তমান প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মার্কিন কংগ্রেসেও শুক্রবার জো বাইডেনের জয়ের প্রত্যয়ন আটকে দেওয়ার চেষ্টা নিয়ে প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে । পেন্সের কাছে ট্রাম্পের চাওয়া ছিল– তিনি বাইডেনের প্রত্যয়ন আটকে দেবেন। কিন্তু পেন্স সেই পথে হাঁটেননি।
প্রসঙ্গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন পপুলার ও ইলেকটোরাল ভোটে ট্রাম্পকে পরাস্ত করেন। ট্রাম্প পরাজয় না মেনে ভোটে ব্যাপক কারচুপি হয়েছে বলে ‘ভিত্তিহীন’ অভিযোগ করে আসছেন।
এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে নির্বাচনে পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, ‘এটি একটি ভালো খবর।’