পাকিস্তান বাংলাদেশি নগরিকদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে । পাশাপাশি বাংলাদেশের কাছেও একই পদক্ষেপ প্রত্যাশা করছে দেশটি।বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সম্প্রতি এ সক্রান্ত একটি বিবৃতির কথা নিশ্চিত করেছে আল-জাজিরা।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকির বৈঠক অনুষ্ঠিত হয়গত বৃহস্পতিবার । এর পরই এমন সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান। তাদের বিবৃতিতে দাবি করা হয়, দুই দেশই দ্বিপাক্ষিক যোগাযোগে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকি তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বাংলাদেশের পক্ষ থেকেও এমন ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছে ইসলামাবাদ।