কানাডাসহ বিভিন্ন দেশে বিলাসবহুল ফ্ল্যাট কেনা বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর হাইকোর্টের নির্দেশনায় গত সোমবার এই চিঠি দেওয়া হয়েছে।
বিভিন্ন দেশে অর্থপাচারের মাধ্যমে ‘সম্পদ বিনিয়োগ’ করে বিভিন্ন দেশে নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের তালিকা চেয়ে গত ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল দুদক। ‘সেকেন্ড হোম’ প্রকল্পের আওতায় বিদেশে বিনিয়োগ কিংবা পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে নাম ওঠা বাংলাদেশিদের বিষয়ে তথ্য চাওয়া হয় ওই চিঠিতে।
বিদেশে বিনিয়োগ করা অর্থের উৎস জানতে ওই ভিআইপিদের কয়েকজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি।