স্থানীয় সময় রবিবার কড়া নিরাপত্তার মধ্যেই যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র প্রতিবাদের ডাক দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথকে ঘিরে রাজ্যপরিষদগুলোর কাছে বিক্ষিপ্ত বিক্ষোভ করেছে । এসময় প্রতিবাদকারীদের কিছু অংশকে হাতে রাইফেল নিয়ে জড়ো হতে দেখা য়ায়। বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নজরদারি ছিল।
প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে বলে এফবিআই আগেই সতর্ক করেছিল। সহিংস প্রতিবাদের আশঙ্কায় কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে, সড়কগুলোতে অবরোধ বসিয়ে হাজার হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেছে।