ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন।
আজ বিকেলে দেবাশীষ ভট্টাচার্য নিজেই এ তথ্য জানিয়ে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি।’
উল্লেখ্য, দেবাশীষ ভট্টাচার্য ২০১৯ সালের ২১ জুলাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ওইসময় দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। এর আগে গত ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।