ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস আজ। ১৯৫০ সালে ভারতের সংবিধান তৈরি হয়। সেই সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি থেকে। এরপর থেকেই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছেন ভারতীয়রা।
৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বক্তব্য রাখবেন।তবে মহামারীজনিত কারণে এই বছরে প্রজাতন্ত্র দিবস খুব ছোট করেই উদযাপিত হবে।
পশ্চিমবঙ্গে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহর কলকাতাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়৷ এবার তার ব্যতিক্রম হচ্ছে না৷ মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহরে মোতায়েন করা হবে প্রায় ৫ হাজার পুলিশ৷