এই মাত্র ব্রেকিং শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে সবার ক্লাস হবে না : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলা হবে।’ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ক্লাস নেয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। আমরা ফেব্রুয়ারির যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেয়া হবে না। একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া হবে। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন করে নিতে নির্দেশনা দেয়া হবে। সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া হবে।

Related posts

ভারতের টিকার চেয়ে চীনের টিকা প্রতি ডোজে ৫ ডলার বেশি

Irani Biswash

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন

razzak

ইচ্ছাকৃত করোনা সংক্রমিত করার দায়ে এক ব্যক্তি আটক

Irani Biswash

Leave a Comment

Translate »