ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তর শহর আহারুসে ম্যান ইন ব্ল্যাক নামের একটি সংগঠনের ডাকে কয়েক হাজার লকডাউনবিরোধী সরকারের আরোপ করা করোনা বিধিনিষেধের নিন্দা জানিয়ে শনিবার রাতভর রাস্তায় বিক্ষোভ মশাল মিছিল করেছে।
মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা মশালের পাশাপাশি মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে সমাবেশ করেন। এ পর্যন্ত ডেনমার্কে ২ লাখ মানুষ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ১০০ জনের বেশি।
সম্প্রতি করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ কঠোর করে ডেনমার্ক। আগে ১০ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ থাকলেও সেটা কমিয়ে ৫ জনে করা হয়। দেশজুড়ে বন্ধ করে দেয়া হয়েছে বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, পানশালা।