ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো: মুশফিকুর রহমানকে ইফার ডিজি পদে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ড. মো: মুশফিকুর রহমানকে ইফার নতুন ডিজি নিয়োগের পাশাপাশি ২০২০ এর ৩০ জানুয়ারি নিযুক্ত মহাপরিচালক আনিস মাহমুদকে বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।