আন্তর্জাতিক এই মাত্র জনদুর্ভোগ দুর্ঘটনা ব্রেকিং

অস্ট্রেলিয়ায় বুশফায়ার নিয়ন্ত্রণের বাইরে : ৮০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আগুন

বুশফায়ার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অস্ট্রেলিয়ার শহর পার্থের উত্তর-পূর্বে ওয়ারোরলুতে। এ আগুনে কমপক্ষে ৫৯ টি বাড়িঘর পুড়ে গেছে এবং আরো পোড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অনেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। ঝড়ো বাতাসের কারণে আগুন আরো বিস্তৃত হচ্ছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান প্রিমিয়ার মার্ক ম্যাগোবান বলেছেন, তার রাজ্যের পরিস্থিতি খুবই নাজুক ও গুরতর। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এখন দুটি দুর্যোগ মোকাবেলা করছে, একদিকে আগুন, অন্যদিকে করোনা।

৮০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় অন্তত ছয় দমকলকর্মী আহত হয়েছেন। ইতমধ্যে ৮০০০ হেক্টর জমি পুড়ে গেছে বলেও জানান অস্ট্রেলিয়ার ডিএফইএস কমিশনার ড্যারেন ক্লেম। তিনি জানান, এই এলাকার বাড়ির মালিকদের জন্য এটা ভয়ানক সংবাদ এবং আমারা সবাই তাদের জন্য চিন্তিত। তবে এ আগুনে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

তীব্র বাতাসের কারণে ৮০ কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এরইমধ্যে ৫৯টি বাড়ি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জীবন বাঁচাতে লকডাউনের ভেঙে হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

 

Related posts

ইউক্রেনীয়দের ভিসা দিতে কেনো অনাগ্রহী যুক্তরাজ্য!

razzak

নির্বাচনে অনিয়ম হলে ছাড় নয়: ইসি

razzak

কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলা, বিদেশি নাগরিকসহ নিহত ১১

razzak

Leave a Comment

Translate »