এই মাত্র জাতীয় বাংলাদেশ ব্রেকিং

একুশে পদক পুরস্কারের জন্য তিন ভাষাসৈনিক, তিন মুক্তিযোদ্ধাসহ ২১ জনের নাম ঘোষনা

দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানস্বরূপ তিন ভাষাসৈনিক, তিন মুক্তিযোদ্ধা, তিন সাহিত্যিক, সাংবাদিকতা, গবেষণা ও অর্থনীতিতে একজন করে ও শিল্পকলার বিভিন্ন শাখায় সাত জনসহ মোট ২১ জনকে একুশে পদক পুরস্কার দেওয়া হচ্ছে এ বছর।

পদক পাচ্ছেন যারা :

ভাষাসৈনিকদের মধ্যে মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর), অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ (মরণোত্তর) এ পদক পাচ্ছেন।

সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী, গোলাম মুরশিদ পদক পাচ্ছেন।

মুক্তিযোদ্ধাদের মধ্যে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) এ পদক পেয়েছেন।

শিল্পকলায় সংগীতে পাপিয়া সরোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, অভিনয়ে সালমা বেগম সুজাতা, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ড. ভাস্বর বন্দোপাধ্যয় (আবৃত্তি) ও আলোকচিত্রে পাভেল রহমান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন।

Related posts

শুরু হলো করোনার দ্বিতীয় ডোজ প্রদান

Irani Biswash

যেসব আমল মুমিনের জীবন আলোকিত করে

razzak

রানি এলিজাবেথের সঙ্গে জাস্টিন ট্রুডোর বৈঠক

razzak

Leave a Comment

Translate »