আন্তর্জাতিক এই মাত্র

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করলো ইরান

ইসলামী বিপ্লব বিজয় দিবসকে সামনে রেখে ব্যাপক সংখ্যায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি প্রকল্প উদ্বোধন করেছে ইরান।

ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্র কাঁধে বহনযোগ্য এবং যে কোনো স্থান থেকে বিমান লক্ষ্য করে এটি ছোড়া যায়। খবর তাসনিম নিউজের।

একই সঙ্গে কঠিন জ্বালানি তৈরির কয়েকটি কারখানাও উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ও প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেন, গত চার দশকের অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট দেশের উন্নয়ন ও অগ্রগতির একমাত্র উপায় হচ্ছে ইসলামী বিপ্লবের আদর্শ বাস্তবায়ন করা। বর্তমানে প্রতিরক্ষা শিল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, সব ক্ষেত্রে জাতীয় শক্তি ও সামর্থ্য বাড়াতে হবে এবং সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় বেষ্টনী হিসেবে কাজ করছে।

Related posts

আলাবামায় সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Mims 24 : Powered by information

বিনিয়োগ করুন, সব বাধা দূর করবো: প্রবাসীদের প্রধানমন্ত্রী

razzak

‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০’  এর পুরস্কার বিতরণ

Irani Biswash

Leave a Comment

Translate »