এই মাত্র নারী ব্রেকিং সংগঠন সংবাদ

সাইদা মুনা তাসনীম পেলেন ডব্লিওআইসিসিআই প্রদত্ত ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড

উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডব্লিওআইসিসিআই) প্রদত্ত ‘উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভিন্ন ক্যাটাগরীতে এবছর ডব্লিওআইসিসিআইপুরস্কারে ভূষিত হয়েছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডব্লিওআইসিসিআই) প্রদত্ত ‘উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড  গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার এ পুরস্কার বাংলাদেশের তৃনমূলের নারী যারা প্রতিদিন কৃষি, পোষাক শিল্প, মৎস্য খামার, নির্মাণ শিল্প, গৃহকর্মী ও বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদের উদ্দেশে উৎসর্গ করেন।

তিনি প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর প্রদ্ধা জানিয়ে বিগত এক দশকে তার নেতৃত্বে বাংলাদেশে নারীদের অভূতপূর্ব ক্ষমতায়নের মাধ্যমে দেশকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গেফ ইনডেস্কের’ শীর্ষস্থানে অধিষ্ঠিত করার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য বিগত বছরগুলোতেও বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, নোবেল বিজয়ী ও বিশ্ব নেতৃবৃন্দকে ডব্লিওআইসিসিআই এ পুরস্কারে ভূষিত করেছেন। বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (বিআইবিসি-ডব্লিওআইসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মিস মানতাসা আহমেদ।

Related posts

জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করল রাশিয়া

Mims 24 : Powered by information

পুতিন-রায়িসি বৈঠকে যে বিষয়ে আগ্রহ প্রকাশ

razzak

কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভ; সংসদে ক্ষোভ প্রকাশ ট্রুডোর

razzak

Leave a Comment

Translate »