আন্তর্জাতিক এই মাত্র কোভিড ১৯ স্বাস্থ্য

দুই ডোজ টিকা নিয়েও জার্মানিতে ১৪জন করোনায় আক্রান্ত

জার্মানির একটি নার্সিংহোমে মহামারি করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার পরও ১৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানায়, এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা।

ডয়েচে ভেলে জানায়, জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক-ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। দুই ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাদের দেওয়া হয় গত ২৫ জানুয়ারি। কিন্তু, তারপরও ওই নার্সিংহোমে গত সপ্তাহের শেষদিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। অথচ পরীক্ষার আগে তাদের কারো মধ্যে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। তাদের সংক্রমিত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

এদিকে জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকি এড়াতে লকডাউন শিগগিরই তুলে না দিতে সরকারকে সতর্ক করেছেন বাভারিয়া অঙ্গরাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকতা মার্কাস স্যোয়ডার।

Related posts

সৌদি-আমিরাত মধুর সম্পর্কে ভাঙনের সুর

Mims 24 : Powered by information

যুদ্ধের মধ্যেই মহড়া চালাচ্ছে রাশিয়ার পারমাণবিক বাহিনী

razzak

নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে ২১ টন ওজনের চীনা রকেটের অংশ

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »