আন্তর্জাতিক এই মাত্র দুর্ঘটনা ব্রেকিং

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন ও জাহাজের সংঘর্ষ

প্রশান্ত মহাসাগরে জাপানের সাবমেরিনের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। সাবমেরিনটি টোকিও প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল। ৯ ফেব্রুয়ারী মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপের কাছে এই সংঘর্ষ হয়। এতে তিনজন ক্রু মৃদু আহত হয়েছেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ম্যারিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সাবমেরিন ভেসে উঠার সময় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এই সাবমেরিনটি ৮৪ মিটার লম্বা। সংঘর্ষে সাবমেরিনটির অ্যান্টেনা ও উপরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় ১০ টা ৫৮ মিনিটে শিকোকুর কেপ আশিজুরিতে সংঘর্ষটি ঘটে।

Related posts

বাংলাদেশ অচল করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলামী

Mims 24 : Powered by information

করোনায় একদিনে আরও ১৩৯ মৃত্যু

razzak

৪২তম বিসিএসের ফল, ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

razzak

Leave a Comment

Translate »