আন্তর্জাতিক এই মাত্র যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সময়ে নিয়োগ পাওয়া কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিয়োগ পাওয়া অধিকাংশ কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিকে পদত্যাগ করতে বলেছে মার্কিন বিচার মন্ত্রণালয়। যদিও ট্রাম্প আমলের কয়েকটি রাজনৈতিক স্পর্শকাতর তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর অধিকাংশ কৌঁসুলি চলে যাওয়া একটি নিয়মিত ঘটনা।

যদিও বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, সবাই পদত্যাগ করলেও ডেলওয়ারের ডেভিড ওয়েসকে থেকে যাওয়ার অনুরোধ করবেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল উইলকিনসন। ট্রাম্পের ছেলে হান্টার বাইডেনের কর নিয়ে তদন্তের দেখভাল করছেন ডেভিড ওয়েস।

সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের মনোনীত বিশেষ কাউন্সেল জন ডুরহাম তার কাজ চালিয়ে যাবেন। তবে কানেকটিকাটের কৌঁসুলির পদ থেকে তিনি সরে দাঁড়াবেন। ট্রাম্প, তার সাঙ্গপাঙ্গো ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের উৎস সন্ধানে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

সম্ভাব্য অ্যাটর্নিদের আবেদন পর্যালোচনা করে দেখবেন মার্কিন সিনেটররা। প্রথানুসারে, প্রতিটি রাজ্যের দুই সিনেটর প্রার্থীদের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। যদিও ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে তা পুরোপুরি মানা হয়নি।

Related posts

ঘরে ঘরে জ্বর সর্দি কাশির রোগী

razzak

ভারত-পাকিস্তান সিরিজ: সফল হবেন কি রমিজ রাজা?

razzak

ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান নিতে এমপিদের অনীহা

razzak

Leave a Comment

Translate »