ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রেশন সাপেক্ষে প্রতিদিন টিকা নিতে আসছেন ৭শ’র বেশি মানুষ। গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিনে ঢাকা মেডিকেলের কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
টিকা নিয়ে মানুষের মধ্যে ভীতি দূর হয়েছে জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেন, চলতি মাসের শেষে কোভ্যাক্স সুবিধায় ১ লাখ ৩১ হাজার ভ্যাকসিন আসবে বিনামূল্যে আসবে বাংলাদেশে। আমরা আমাদের সেরামের ক্রয়কৃতটা নিয়ে আসছি। একই সঙ্গে কোভ্যাক্স গাভি অ্যালায়েন্স এটাও পাচ্ছি আরো কিছু ফাইজারের পাচ্ছি সব মিলিয়ে আমাদের ভ্যাকসিনের কোনো সঙ্কট হবে না।
গড়ে প্রতিদিন ৫০০ জনকে টিকা দেবার লক্ষ্য নির্ধারণ করা হলেও এখন তা ৭০০ ছাড়িয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ হওয়ায় মানুষের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে তৃতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি। চিকিৎসক-নার্সদের পাশাপাশি কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশনের পর টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ।