মিয়ানমারে সামরিক জান্তার নেতার নির্দেশনা উপেক্ষা করে গৃহবন্দি এনএলডি নেতা অং সান সু চির সমর্থকদের বিক্ষোভ করেছেন। এতে পুলিশ বাধা দিয়ে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। শুক্রবার সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মিয়ানমার রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মাওলামাইনে লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে তিনজন আহত হন।
ওই কর্মকর্তা বলেন, ‘তিনজন গুলিবিদ্ধ হয়েছে-এদের মধ্যে এক নারী তার গর্ভাশয়ে, এক পুরুষ তার গলায় এবং আরেক পুরুষ বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল। এখনও লোকসমাগম বেড়ে চলছে।’