আন্তর্জাতিক এই মাত্র

সামরিক জান্তার নির্দেশ উপেক্ষা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীরা

মিয়ানমারে সামরিক জান্তার নেতার নির্দেশনা উপেক্ষা করে গৃহবন্দি এনএলডি নেতা অং সান সু চির সমর্থকদের বিক্ষোভ করেছেন। এতে পুলিশ বাধা দিয়ে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। শুক্রবার সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিয়ানমার রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মাওলামাইনে লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে তিনজন আহত হন।

ওই কর্মকর্তা বলেন, ‘তিনজন গুলিবিদ্ধ হয়েছে-এদের মধ্যে এক নারী তার গর্ভাশয়ে, এক পুরুষ তার গলায় এবং আরেক পুরুষ বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল। এখনও লোকসমাগম বেড়ে চলছে।’

Related posts

মৃত ঘোষণার পর মর্গে নড়ে উঠলেন বৃদ্ধা

razzak

বিশ্বে প্রথম ম্যালেরিয়া টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

razzak

কোনোদিন আমি ভীত হইনি, আমি ভীত হব না: শেখ হাসিনা

razzak

Leave a Comment

Translate »