আন্তর্জাতিক এই মাত্র জনদুর্ভোগ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ আহত

জাপানে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কয়দো নিউজ এজেন্সি জানায়, রাজধানী টোকিওর পার্শ্ববর্তী ফুকুশিমা, মিয়াগি, চিবা, কানাগাওয়া এবং সাইতামাসহ ছয়টি এলাকায় আহতের ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কেউ মারা যায়নি। ভূমিকম্প পরবর্তী সুনামির পূর্বাভাস নেই বলেও জানানো হয়।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১১টায় ফুকুশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমি থেকে ৬০ কিলোমিটর গভীরে এর সৃষ্টি। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানায় সংস্থাটি। পরে ৭ দশমিক ৩ বলে জানানো হয়।

Related posts

বয়সকে তুড়ি মেরে যৌবনে তিন অভিনেত্রী

Irani Biswash

বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের জাদুকরী রাত, বিদায় পিএসজির

razzak

সিরিয়ায় সামরিক বাসে হামলায় ১৩ সেনা নিহত

razzak

Leave a Comment

Translate »