এই মাত্র কোভিড ১৯ জাতীয় বাংলাদেশ ব্রেকিং স্বাস্থ্য

বাংলাদেশে ৭ দিনে ৯ লাখ ৬ হাজার ৩৩ জনকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে

টিকা প্রয়োগ শুরুর সাত দিনে রোববার পর্যন্ত বাংলাদেশে ৯ লাখ ৬ হাজার ৩৩ জন মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। গত কাল রোববার ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে ।
গত ৭ ফেব্রুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে বাংলাদেশে গণ টিকাদান শুরু করে সরকার। মাঝে একদিন শুক্রবার টিকাদান বন্ধ ছিল। কয়েক সপ্তাহের ব্যবধানে এই টিকার দুটি ডোজ নিতে হচ্ছে প্রত্যেককে।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কিনছে সরকার। এই টিকার মধ্যে ইতোমধ্যে ৫০ লাখ ডোজ দেশে এসেছে। ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে আরও ২০ লাখ টিকা। ৭০ লাখ ডোজ টিকার ৩৫ লাখ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গত ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান শুরু হয়। ৪০ বছরের বেশি বয়সীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন।
বাংলাদেশ সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে।
টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা বেলা আড়াইটা পর্যন্ত চলছে টিকাদান। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশের ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।

Related posts

যুদ্ধ বিমান থেকে মাঝআকাশে ব্রিটিশ প্লেনে বরফের আঘাত

razzak

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার

razzak

ইনসেপ্টাকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমতি

Irani Biswash

Leave a Comment

Translate »