এই মাত্র খেলাধুলা

ভারতের চেয়ে ৪২৯ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড

চেন্নাই টেস্টে সফরকারী ইংল্যান্ডের সামনে পাহাড়সম রানের টার্গেট। ৪৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। স্বাগতিক ভারতের চেয়ে এখনো ৪২৯ রানে পিছিয়ে আছে তারা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করতে পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। দলীয় ১৭ রানে ফিরে যান সিবলি। ২৫ বলে ৩ রান করে প্যাটেলের বলে এলবিডব্লিউ’র শিকার হন তিনি। আরেক ওপেনার বার্নস ২৫ রান করে অশ্বিনের বলে আউট হন। এরপর জ্যাক লিচ ফিরে যান শূন্য রানে। ফলে দ্রুতই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। লরেন্স ১৯ রানে এবং জো রুট ২ রানে অপরাজিত আছেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে অশ্বিনের সেঞ্চুরির ওপর ভর করে ২৮৬ রান সংগ্রহ করে। ফলে তাদের লিড দাঁড়ায় ৪৮১ রান। বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংলিশদের একাই ধসিয়ে দিয়েছিলেন অশ্বিন। বোলিংয়ের পর ব্যাট হাতে করেছেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। ১৪৮ বলে খেলেন ১০৬ রানের ইনিংস। অশ্বিন ছাড়াও অধিনায়ক বিরাট কোহলি করেন ৬২ রান।

প্রথম ইনিংসে ভারতের করা ৩২৯ রানের জবাবে মাত্র ১৩৪ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।

Related posts

করোনা আপডেট, মৃত্যু ৯১ জন

Irani Biswash

ইতিহাসে সবচেয়ে বড় রেল ধর্মঘটের ডাক ব্রিটেনে

razzak

অ্যান্ডোরাকে উড়িয়ে বিশ্বকাপের পথে ইংল্যান্ড

razzak

Leave a Comment

Translate »