আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনামকে বুয়েনস আইরেস একটি মুসলিম কবরস্থানে দাফন করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দেন।
মেনামের মেয়ে জুলিমিতা এক বিবৃতিতে জানান, ‘তাকে আমার ভাইয়ের পাশে মুসলিম কবরে দাফন করা হবে। অবশ্য ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও তাঁকে আমার ভাইয়ের পাশে দাফন করা হবে।’
১৯৯৫ সালে মেনামের ছেলে কার্লস মেনাম জুনিয়নর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। মেনামকে সন্তানের পাশে কবরস্থ করা হয়। এ সময় মেনামের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁর জন্য মুসলিমরা পবিত্র কোরআন পাঠ করেছেন এবং বিশেষ দোয়ার অনুষ্ঠান করেন।