আন্তর্জাতিক এই মাত্র

সৌদি বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

সৌদি আরবের আবাহ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এ হামলা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট। মঙ্গলবার সৌদির বাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়াহ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

হামলায় কোনো হতাহত হয়নি বলে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি জেনারেলদের পরিকল্পনায় হুতিরা বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। এতে বলা হয়, বিমান বন্দরে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। বিমানবন্দর ও ফ্লাইট সচল রয়েছে।

এর আগে গত সপ্তাহে আবাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে বিমানবন্দরে থাকা একটি বেসামরিক বিমানে আগুনও লেগে যায়।

Related posts

যেভাবে রাশিয়ার নতুন প্রতীক হয়ে উঠেছে ‘জেড’

razzak

বোমা হামলার মধ্যে মারিউপোলে এক লাখ মানুষ অবরুদ্ধ: জেলেনস্কি

razzak

কানের সমস্যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »