অর্থনীতি এই মাত্র জাতীয় বাংলাদেশ ব্রেকিং

কানাডা থেকে ক্রয়কৃত আরো দুটি ড্যাশ-৮ বিমান আসছে

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ধানমন্ডি সেলস সেন্টারের বাণিজ্যিক সেবার উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, গত বছরের ২৭ ডিসেম্বর ড্যাশ-৮ উড়োজাহাজের প্রথমটি বিমানের বহরে যুক্ত হওয়ার পর এবার কানাডার ডিহ্যাবিল্যান্ড থেকে ক্রয়কৃত দ্বিতীয়টি আগামী ২৪ ফেব্রুয়ারি এবং তৃতীয়টি আগামী ৪ মার্চ দেশে আসছে।

ড্যাশ-৮ উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হওয়ার পর বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের আরও উন্নত ইন-ফ্লাইট সেবা প্রদান করতে সক্ষম হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী।

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছরে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে তার সময় অতিবাহিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বিমানের বহরে ইতোমধ্যে নতুন ১২টি বোয়িং ও একটি ড্যাশ-৮ উড়োজাহাজসহ সর্বমোট ১৩টি সর্বাধুনিক উড়োজাহাজ যুক্ত হয়েছে।

Related posts

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৭২৪

razzak

কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ খাদ্যসংকটে

Mims 24 : Powered by information

বঙ্গবন্ধুকে নিয়ে ‘গোপন নথি’ গবেষণার গুরুত্বপূর্ণ দলিল: প্রধানমন্ত্রী

razzak

Leave a Comment

Translate »