এই মাত্র কোলকাতা চ্যাপ্টার খেলাধুলা ব্রেকিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আবারও কলকাতা নাইট রাইডার্সে

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। তবে ৩.২ কোটি রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সালে কেকেআরের হয়ে প্রথমবার মাঠে নামেন সাকিব। ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ২০১২ ও ২০১৪ সালে দলটিকে আইপিএলের শিরোপা এনে দেন।

সাকিবকে আবারও দলে পেয়ে যেন খুশি অনেকটাই বেড়ে গেছে কেকেআর এর। সাকিবকে কেনার পর ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৭ মিনিটে কেকেআর তাদের নিজেদের অফিসিয়াল টুইটারে টুইট করে লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে এসেছে।’

মূলত খেলার মাঠে সাকিবকে ‘ময়না’ নামে ডাকা হয়। এবার সেই নামটা সবাই সামনে তুলে আনল কেকেআর। তবে এক টুইটে তাদের খুশি প্রকাশ শেষ করেননি তারা। এরপর আরও একটি টুইট করেছে কলকাতা।

Related posts

জরুরি ভিত্তিতে ২০০০ চিকিৎসক নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

Irani Biswash

শাহরুখ-বানশালী জুটির অপেক্ষায় সিনেমাপ্রেমি দর্শক

Irani Biswash

এক্সপ্রেস এন্ট্রি ইমিগ্রেশনে বড় পরিবর্তন আনছে কানাডা

razzak

Leave a Comment

Translate »