এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। তবে ৩.২ কোটি রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সালে কেকেআরের হয়ে প্রথমবার মাঠে নামেন সাকিব। ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ২০১২ ও ২০১৪ সালে দলটিকে আইপিএলের শিরোপা এনে দেন।
সাকিবকে আবারও দলে পেয়ে যেন খুশি অনেকটাই বেড়ে গেছে কেকেআর এর। সাকিবকে কেনার পর ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৭ মিনিটে কেকেআর তাদের নিজেদের অফিসিয়াল টুইটারে টুইট করে লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে এসেছে।’
মূলত খেলার মাঠে সাকিবকে ‘ময়না’ নামে ডাকা হয়। এবার সেই নামটা সবাই সামনে তুলে আনল কেকেআর। তবে এক টুইটে তাদের খুশি প্রকাশ শেষ করেননি তারা। এরপর আরও একটি টুইট করেছে কলকাতা।