আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে না ন্যাটো

১৮ ফেব্রুয়ারি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেন, আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

সশস্ত্র গোষ্ঠী তালেবানকে প্রতিহত করতে দুই দশক ধরে আফগানিস্তানে অবস্থান করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কথিত গণতন্ত্র ও শান্তি ফিরিয়ে আনার এই যুদ্ধে এখন পর্যন্ত তাদের ব্যয় হয়েছে কয়েকশ’ কোটি মার্কিন ডলার।

গেল বছর তালেবানের সাথে একটি চুক্তিতে পৌঁছান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের। তার ঐ ঘোষণার পরপরই কাতারে তালেবানের সাথে শান্তি আলোচনা শুরু করে আফগান সরকার। দফায় দফায় বৈঠকেও আসেনি কোনো সমাধান।

কাতারে আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার মধ্যেই দেশটিতে সন্ত্রাসী হামলা আশঙ্কাজনকহারে বেড়েছে। গেল ডিসেম্বরে কাবুলে গাড়িবোমা হামলায় নিহত হন ডেপুটি গভর্নর।

এছাড়া, ১৮ ফেব্রুয়ারি বোমা হামলায় নিহত হন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক। তবে এসব হামলার দায়স্বীকার করেনি কেউ।

Related posts

এক্সপ্রেস এন্ট্রি ইমিগ্রেশনে বড় পরিবর্তন আনছে কানাডা

razzak

ভ্যাকসিনের জন্য ৪৩১৫ কোটি টাকার প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরের ; একনেকের বৈঠক কাল

Mims 24 : Powered by information

রিচার্ড ব্র্যানসন নিজের কোম্পানির রকেটে চেপে মহাশূন্যের দ্বারপ্রান্তে

Irani Biswash

Leave a Comment

Translate »