ঢাকার মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া স্টাডি সেন্টার আয়োজিত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ‘জাপান লেকচার সিরিজে’ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি।
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে উক্ত লেকচার সিরিজের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ও জাপান আগামী বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন করবে।
জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি আরো বলেন, ‘মাইলফলকের এই বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো হবে বলে আমি আন্তরিকভাবে আশাবাদী।’