সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর কথা ভাবছে। তবে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ৪২তম বিসিএসের চিকিৎসক নিয়োগ পরীক্ষা হবে এ মাসের ২৬ ফেব্রুয়ারি।
সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, ৪০তম এবং ৪১তম বিসিএসের কার্যক্রম আগেই শুরু হয়েছিল। আর ৪২তম বিসিএসটি হচ্ছে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য। সুতরাং এই তিনটি পরীক্ষা পেছানোর যৌক্তিকতা নেই।
পিএসসি’র চেয়ারম্যান আরো বলেন, যেহেতু ২৪ মের আগে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা হচ্ছে না, তাই আবারও এই সময় বাড়ানোর বিষয়টি সামনে এসেছে। ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা।