চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহারের জন্য নতুন তিনটি ভেষজ ওষুধের অনুমোদন দিয়েছে। স্থানীয় পদ্ধতিতে এই তিনটি ভেষজ ওষুধ তৈরি করা হয়েছে।
৩ মার্চ, বুধবার ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনটি ভেষজ ওষুধ বিক্রির এই অনুমোদন চীনে করোনার চিকিৎসার ক্ষেত্রে আরও সুযোগ তৈরি করবে। ভেষজ ওষুধগুলো দানাদার প্রকৃতির। প্রাচীন চীনা ব্যবস্থাপত্রে এই ওষুধগুলোর সন্ধান পাওয়া গেছে।
মহামারী করোনার শুরুর দিকে চীনে চিকিৎসায় এমন ওষুধ ব্যবহার করা হয়েছিল। সম্মুখসারির শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই ওষুধ পরীক্ষা করেছেন। বিক্রির অনুমোদন পাওয়া ওষুধগুলো ফুসফুস পরিষ্কার করে। কণিকাকে ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত করে। রক্তে অক্সিজেন ছড়াতে সহায়তা করে।