অর্থনীতি এই মাত্র কোভিড ১৯ ব্রেকিং স্বাস্থ্য

বিকাশ অ্যাপের মাধ্যমেও করোনাভাইরাসের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করা যাবে

বিকাশ অ্যাপের মাধ্যমে এখন থেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করা যাবে। ৬ মার্চ, শনিবার বিকাশ কতৃপক্ষ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে  তথ্য জানায়, বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে সুরক্ষা পোর্টালের মাধ্যমে গ্রাহক এক মুহূর্তেই কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধনের জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর ও আরও কিছু তথ্য প্রয়োজন হবে। সাজেশন বক্সে সুরক্ষা লোগোতে ক্লিক করলেই গ্রাহক সরাসরি পৌঁছে যাবেন সুরক্ষা পোর্টালে। গ্রাহক তার পছন্দ অনুসারে বাংলায় বা ইংরেজিতে নিবন্ধন করতে পারবেন।

যাদের নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তারা পোর্টালের নিবন্ধন স্ট্যাটাস থেকে বর্তমান অবস্থার তথ্যও পেয়ে যাবেন।

Related posts

এক বিল্ডিংয়ের নিচে ২০০ মরদেহ পাওয়ার দাবি

razzak

পরিত্যক্ত প্লাস্টিক থেকে নান্দনিক হস্তশিল্প

razzak

৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন ১০-৩টা

razzak

Leave a Comment

Translate »