আন্তর্জাতিক এই মাত্র কোলকাতা চ্যাপ্টার দুর্ঘটনা ব্রেকিং

কলকাতায় ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দফতরে অগ্নিকান্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু

কলকাতার ইডেন গার্ডেন্সের কাছে সরকারি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া ১৩ তলার ভবনটি ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দফতর। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি রেলের অনেক পুরনো ভবন। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সবাই খুব লড়াই করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

সোমবার (০৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে পুরানো কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সের কাছের স্ট্র্যান্ড রোড পুরো অচল হয়ে যায়। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মৃতদের মধ্যে ছ’জনের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকাইত, অমিত ভাওয়াল ও এস মণ্ডল।

Related posts

কৃষ্ণসাগরের পথে রাশিয়ার ৬ যুদ্ধজাহাজ

razzak

ঢাকা-সিলেট ফোর লেন: এডিবি দেবে ১৫,১৩০ কোটি

razzak

গণতন্ত্র উৎখাত করলেন ইমরান খান: ডনের সম্পাদকীয়

razzak

Leave a Comment

Translate »