ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের রাজপথে চলছে সেনাশাসন বিরোধী ও জান্তা বাহিনীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। মঙ্গলবার মিয়ানমারের নেত্রী অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির আরো এক নেতার মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে। বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রয়টার্স।
মৃত্যুর ঘটনা দ্রুত তদন্ত করতে আহবান জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তবে সে দেশের জান্তা সরকার বিক্ষোভকারীদের মৃত্যু না হওয়া পযন্ত গুলি চালানোর নির্দেশ দিয়েছে।