ডেস্ক রিপোর্ট: বিধানসভা নির্বাচনের প্রচারণায় পড়ে গিয়ে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বুধবার নিজ আসন নন্দীগ্রামে প্রচারনার কাজে গিয়ে পায়ে গুরুতর চোট পান। সেদিনই তিনি কলতায় ফিরেছেন এবং এসএসকেএম হাসপাতালে মমতা ব্যানার্জিকে ভর্তি করা হয়েছে।
কলকাতার গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনি মনোনয়নপত্র জমা দিয়ে তিনি রেয়াপাড়া একটি মন্দিওর পুজা দিতে যান। সেখানে ভিড়ের কারণে প্রচুর ধাক্কাধাক্কিতে মমতা ব্যানার্জির পায়ে চোট পান। কিছুক্ষনের মধ্যে পা ফুলে যায় এবং তাঁকে গাড়িতে তোলা হয় এবং তাৎক্ষনিক কোলতাকা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মমতার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
রাজ্য স্বাস্থ্য সচিবসহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা হাসপাতলে প্রিয় নেতৃকে দেখতে ভিড় করেন। এসময় মমতা ব্যানার্জি সম্পূর্ন ঘটনাকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। তবে রাজ্য বিজেপি নেতারা মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনাকে নাটক বলে মন্তব্য করেন।