এই মাত্র জাতীয় ব্রেকিং

নরেন্দ্র মোদির ঢাকা সফরে তিস্তা ইস্যু নয়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উৎসবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসবেন। তবে এ সফরে তিস্তা ইস্যু নিয়ে কোন আলোচনা বা ভারত-বাংলাদেশ অমীমাংসিত দ্বিপক্ষীয় কোনো ইস্যুই আলোচনা হবে না বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্দ্রী ড, আব্দুল মোমেন।

তিনি জানান, নরেন্দ্র মোদির সফর পুরোটাই হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উৎসব উদযাপন উপলক্ষ্যে। এ সময়ে অন্য কোন ইস্যু আলোচনার টেবিলে গড়াবে না। আজ শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবচেয়ে খুশি, তিনি আসছেন। তবে সফরে কোনো ধরণের সমঝোতা স্মারক সই হবে না। তিনি আরো বলেন, তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি, কারন তাদের সমস্যা আছে। আমরা বুঝি সবকিছু, আমরা বোকা নই। আপনিও জানেন কেন হচ্ছে না। তাই এ প্রসঙ্গে আমরা যাবো না। আমাদের মূল এবং প্রধান উদ্দেশ্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উৎসবকে সাফল্য করে তোলা।

Related posts

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না

Irani Biswash

রোহিঙ্গা সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখতে পারে ভারত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Mims 24 : Powered by information

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

razzak

Leave a Comment

Translate »