আন্তর্জাতিক এই মাত্র

আর্জেন্টিনায় দাবানলে পুড়ল বনাঞ্চলের দুই হাজার হেক্টরের বেশি এলাকা

দাবানলে পুড়েছে আর্জেন্টিনার চুবুত প্রদেশের বনাঞ্চলের দুই হাজার হেক্টরেরও বেশি এলাকা। সংবাদমাধ্যম দ্যা ম্যানিলা টাইমস জানিয়েছে, ১১ মার্চ পর্যন্ত দবানলে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৫ জন।

এদিকে আগুন ছড়িয়ে পড়ায় যানবাহনসহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আড়াইশ ঘরবাড়ি। বন্ধ রয়েছে যানচলাচল। আগুনে পুড়ে বেশ কয়েকটি বন্যপ্রাণীও মারা গেছে। এরই মধ্যে বুধবারের (১০ মার্চ) বৃষ্টিপাত আগুনের ছড়িয়ে পড়া খানিকটা কমিয়েছে। তবে আশপাশের এলাকায় বিদ্যুত সরবরাহ সমস্যাসহ পানি সংকটে ভুগছে স্থানীয়রা।

কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকলেও দাবানল নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন রাজ্য গভর্নর। এখনো দাবানলের উৎস সম্পর্কে জানা যায়নি।

Related posts

মুরাদের এমপি পদ থাকবে কি না সিদ্ধান্ত স্পিকারের: হাইকোর্ট

razzak

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ৫৬ লাখ ৩ হাজার ছাড়াল

razzak

নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া, দাবি ইউক্রেনের

razzak

Leave a Comment

Translate »