ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল টিকা নেওয়ার এক মাস পর করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
২০২০ সালের নভেম্বরে তাঁর পরিবারের সব সদস্য করোনায় আক্রান্ত হলেও অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল তখন সংক্রমিত হননি। শুক্রবার সন্ধ্যায় তিনি নিজেই একটি দৈনিককে করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক আহবায়ক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে চারবার সভাপতি, তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এ শিক্ষক বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন ।