অপরাধ আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং যুক্তরাষ্ট্র

জর্জ ফ্লয়েডের পরিবার ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া জর্জ ফ্লয়েডের পরিবারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করে জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলির মেয়র জ্যাকব ফেরি।

জাল নোট ব্যবহারের অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) গত বছর ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলি শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। এই প্রতিবাদে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ, বিক্ষোভ হয় সারা বিশ্বে।

ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে তিনি ও তাঁর পরিবার সন্তুষ্ট জানিয়ে ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, ‘আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়।’

ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত ওই পুলিশ কর্মকর্তার বিচার আদালতে চলমান। তবে অভিযুক্ত ডেরেক চৌভিন আদালতকে বলেছেন, তিনি অপরাধী নয়। তিনি শুধু তাঁর পুলিশের প্রশিক্ষণকে কাজে লাগিয়েছেন।

# রয়টার্স

Related posts

জ্বালানির মূল্যবৃদ্ধি: কাজাখস্তানে বিক্ষোভে নিহত ১৬৪, আটক ৫৮০০

razzak

ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর কীভাবে বদলে গেছে রাশিয়া

razzak

মিয়ানমার ইস্যুতে সর্বোচ্চ সংযম দেখাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »